ফুলবাড়ীয়া ঝড়ে ঘরচাপায় ৫ শতাধিক মুরগীসহ গরুর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের হুরবাড়ী পশ্চিম পাড়া গ্রামে ঝড়ে খামারীর ঘর ভেঙ্গে চাপা পড়ে ৫ শতাধিক মুরগী লেয়ারসহ এক গরুর মৃত্যু হয়েছে। ঝড়ে ভেঙ্গে গেছে অর্ধশত ঘরবাড়ী ও গাছপালা।

শুক্রবার (১৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঝড়টি বয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত দেড়টার দিকে বৃষ্টির সময় ঝড়ের সৃষ্টি হয়। ঝড়ে ঐ গ্রামের খামারী নজরুল ইসলামের ৫ শতাধিক মুরগী লেয়ার) ঘর চাপা পড়ে মারা যায়। কৃষক আ: বারেকের গোয়ালঘর ঝড়ে ভেঙ্গে চাপা পড়ে একটি গাভী গরুর মারা গেছে। অপর একটি ষাড় গরুর মারাত্বকভাবে আহত হয়েছে। ঝড়ে মুন্নাফ, ছিদ্দিকসহ ৫/৬ জনের ঘর ভেঙ্গে গিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ঝড়ে ভেঙ্গে গেছে অর্ধশত ঘরবাড়ী। ঝড়ে প্রাথমিক ভাবে ৫০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

Share this post

scroll to top