ফুলবাড়ীয়ায় শিক্ষককে থাপ্পর দেয়ায় অভিভাবক অবরুদ্ধ

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের পার্টটাইম শিক্ষক আকরাম হোসেনকে বিদ্যালয়ে থাপ্পর দেয়ার ঘটনায় এক শিক্ষার্থী অভিভাবক মামুনকে তিন ঘন্টা ধরে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। বুধবার (১৬ মার্চ) সাড়ে ১২ টার দিকে শিক্ষককে নাজেহালের ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন শিক্ষককে থাপ্পর দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষককে থাপ্পর দেয়া অভিভাবককে একটি কক্ষে অবরুদ্ধ করে বাইরে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ মার্চ) সাড়ে ১২ টার দিকে ১০ম শ্রেনীতে ক্লাশ নিতে যান সহকারী আকরাম হোসেন। পড়া না শেখার বিষয়ে শিক্ষার্থী মেহরাব আলীকে শাসন করতে গেলে দৌড়ে বাড়ীতে গিয়ে অভিভাবককে জানায়। ঐ শিক্ষার্থীর অভিভাবক মামুন বিদ্যালয়ে এসে শিক্ষক আকরাম হোসেনকে চড়থাপ্পর দিয়ে নাজেহাল করেন। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঐ অভিভাবককে বিদ্যালয়ের একটি কক্ষে আটক করে ৩ ঘন্টা ধরে বিদ্যালয়ে বিক্ষোভ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন জানান, শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান পলাশ বিষয়টি মিমাংসা করার চেষ্টা করছেন বলে জানান তিনি।

Share this post

scroll to top