ফুলবাড়ীয়ায় ভোক্তা অধিদপ্তরের ভুয়া পরিদর্শক ও সাংবাদিককে গণধোলাই

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ভোক্তা অধিকার অধিদপ্তরের পরিদর্শক সেজে চাঁদাবাজির সময় এস এম শাহআলম (শাহিন) ও ভুয়া সাংবাদিক মো. ইমরান হোসেন কে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে রাধাকানাই বাজারে ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজীর সময় হাতেনাতে আটক করেন বাজারের ব্যবসায়ীরা। আটককৃতরা হলেন ভূয়া পরির্দশক এস এম শাহ আলম শাহিন, ভূয়া সাংবাদিক ইমরান হোসেন। তাদের একজনের বাড়ী ভালুকা উপজেলায় অপরজনের বাড়ী ময়মনসিংহ সদর বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। তিনি জানান, আটককৃতদের নামে নিয়মিত মামলা করা হবে। তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আটকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করার প্রস্তুতি চলছে।

খোজ নিয়ে জানা গেছে, ত্রিশালে ভোক্তা অধিকার অধিদপ্তরের ভূয়া পরিদর্শক সেজে এক বছর আগে এস এম শাহ আলম শাহিন আটক হয়ে ছিলেন। পরে জেল খেটে বেরিয়ে এসে আবার তিনি একই কাজ শুরু করেন।

Share this post

scroll to top