ফুলবাড়ীয়ায় ঝড়ে ভুট্টা ক্ষেতসহ বনের গাছ ও রাবারের ব্যাপক ক্ষতি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) ইফতারের আগে বয়ে যাওয়া উপজেলার রাঙামাটিয়া ও নাওগাঁও ইউনিয়নে ঝড়ে মুরগীর খামার, ধান, কলা, ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে সন্তোষপুর বনাঞ্চলের প্রায় সাড়ে তিন শতাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাবার রাগানের। কৃষি বিভাগ বলেছেন, ঝড়ে ভুট্টা ক্ষেতে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেসমিন নাহার জানান, ঝড়ে বোরো ধান ৫০ হেক্টর, ৪০ হেক্টর জমির সবজি ও ৪ হেক্টর জমির ভুট্রা ক্ষেত আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাতিলেইট গ্রামের কৃষক লালু মেম্বার জানান, ঝড়ে ১ হাজার মুরগীর খামারের একটি ঘর ভেঙ্গে গিয়ে ১শ মুরগী মারা গেছে। ইউসুফ আলীর ৫ কাঠার কলাক্ষেতসহ ধানি জমির ক্ষতি হয়েছে।

উপজেলা বনবিট কর্মকর্তা আ: রউফ মিয়া জানান, ঝড়ে বনাঞ্চলের সাড়ে ৩ শতাধিক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাবার বাগানে। বনবিট অফিসের কাছে ঝড়ে পড়া রাবার গাছ সংগ্রহ করে ট্রাক ভর্তি করছে স্থানীয় কাঠ ব্যবসায়ী শফিক। স্থানীয়রা যে যার মত রাবার বাগান থেকে ঝড়ে পড়া রাবার গাছ কেটে নিতে দেখা গেছে।

রাবার বাগান ম্যানেজার হারুন অর রশিদের মোবাইলে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলটি ছিল বন্ধ।

Share this post

scroll to top