ফুলবাড়ীয়ায় ঘূর্ণিঝড়ে কলাক্ষেতের ব্যাপক ক্ষতি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে কলাক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড়ে কলা পেঁপেসহ শীতকালীন সবজি মিলে ২৮৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ২০ হেক্টর জমির কলাক্ষেতের পুরোটাই ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের গোপাল গ্রামের কলা চাষী গোলাম ফারুক তরফদারে এক একর, আঃ জব্বার তরফদারের ৩৫ কাঠাসহ ১৪/১৫ জন কৃষকের ২০ একরের মত কলাক্ষেত ঝড়ে সর্ম্পর্ন ক্ষতি গ্রস্ত হয়েছে। আ. জব্বার জানান, ৩৫ কাঠা জমিতে লাগানো প্রায় ৩ হাজার ছড়ি আসা কলা গাছ ঝড়ে মাঝখানে ভেঙ্গে গেছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। এছাড়া ঝড়ে রাঙামাটিয়া ও নাওগাঁও ইউনিয়নেরও কলাগাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা ফখরুদ্দিন জানান, আমরা ক্ষতিগ্রস্ত কলাচাষীদের তালিকা তৈরি করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহার জানান, ঝড়ে ২৮৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ২০ হেক্টর জমির কলাক্ষেতের পুরোটাই ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের জরিপ কাজ চলমান রেখেছি। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছে।

Share this post

scroll to top