ফুলবাড়ীয়ায় ইউএনও পরিচয়ে চাঁদা দাবি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের সত্যতা পেয়ে নাগরিকদের সাবধান থাকার পরামর্শ দিয়েছেন ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম।

উপজেলার নাওগাঁও ইউনিয়নের কেশরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে নাওগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. রফিজ উদ্দিন বাজারে এসে দোকানে দোকানে গিয়ে দোকানীদের মোবাইল ফোন ধরিয়ে দিয়ে বলেন, ইউএনও স্যার কথা বলবেন। আমরা সরল মনে ফোনে কথা বলার জন্য রাজি হই। অপরপ্রান্ত থেকে (ভুয়া ইউএনও) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

বিষয়টি সম্পর্কে ইউএনও নাহিদুল করিমকে অবহিত করা হলে তিনি খোঁজখবর নিতে শুরু করেন। শেষ পর্যন্ত তিনি এর সত্যতা পেয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডিতে ‘ইউএনও ফুলবাড়ীয়া’য় তিনি লেখেন, ০১৯৩৩২১২১২০ নম্বরটি থেকে ইউএনও ফুলবাড়ীয়া পরিচয়ে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে। নাম্বারধারী রুপসা, খুলনার অধিবাসী বলে বিশ্বস্ত সুত্র থেকে জানা গেছে। সকলকে সাবধান থাকার জন্য অনুরোধ করা হলো।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্তা নেওয়া হচ্ছে বলে জানান ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম।

Share this post

scroll to top