ফুলবাড়িয়ায় বজ্রপাতে ৩জন নিহত

Lightning-বজ্রপাতময়মনসিংহের ফুলবাড়িয়ার আছিম-পাটুলী ও কালাদহ ইউনিয়নে তিনটি গ্রামে বজ্রপাতে শিশু, কিশোর ও বৃদ্ধাসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় বজ্রপাত হলে আছিম-পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের আইয়ূব আলীর পুত্র কৃষক মোতালেব (৬০) গোসল করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। একই ইউনিয়নের রামনগড় গ্রামের মোফাজ্জলের হোসেনের পুত্র রবিন (১৩) বাড়ির পাশে বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। পার্শ্ববর্তী কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশে খোলা মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে আইয়ুব আলীর পুত্র ইমরান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়।

আছিম-পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান বজ্রপাতে দুজনের মৃত্যু নিশ্চিত করেছেন। বিদ্যানন্দ গ্রামের স্থানীয় সাংবাদিক মতিন কাজী বলেন, হালকা বৃষ্টি সময় ঘুড়ি ওড়াতে গিয়ে কিশোরের মৃত্যু হয়, কিশোরের বাড়ি আমার বাড়ির পাশে। ফুলবাড়িয়া থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু খবর শুনেছি।

Share this post

scroll to top