ফুলপুরে ভারতীয় চোরাচালানের শাড়ী জব্দ, আটক ২

ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় চোরা চালানের ৬৫০পিস শাড়ী জব্দ করেছে থানা পুলিশ। এ সময় ভারতীয় শাড়ি বহনকারী একটি পিকআপ গাড়ী জব্দ করা হয়। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা তারা হলেন, ময়মনসিংহ নগরীর শিকারিকান্দা এলাকার মো: গিয়াস উদ্দিনের পুত্র মো: আকরাম হোসেন (২২) এবং নেত্রকোনা জেলার জিগারতলা এলাকার মোহাম্মদ আবদুল কাদিরের পুত্র মো: সোহাগ মিয়া (২৫)।

সোমবার ( ২৭ সেপ্টেম্বর) দুপুরে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার বওলা বাজার এলাকার কাজী অফিসের সামনে থেকে চোরাচালানের এসব শাড়ী আটক করে জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে ‘তারা শ্রমিক। মোবাইল ফোনে পলাশ নামের এক ব্যক্তি সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা থেকে এসব ভারতীয় শাড়ী গুলো ময়মনসিংহ মহানগরীর বড় বাজার এলাকায় নিয়ে যাওয়ার চুক্তি করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

Share this post

scroll to top