ফুলপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহের ফুলপুরে অভিযান পরিচালনা করে ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৩টিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এ অভিযান পরিচালনা করেন।এসময় ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. জায়েদ মাহবুব খান,আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযানে ডায়াগনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র বা লাইসেন্স প্রয়োজনীয় চিকিৎসক বা জনবল না থাকা,এবং মূল্য তালিকা প্রদর্শন নানা অপরাধের দায়ে সততা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে বন্ধ করে দেওয়াসহ ২০ হাজার টাকা নেক্সাস ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, বেসরকারি স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি ও উন্নত পরিবেশ নিশ্চিতে আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Share this post

scroll to top