ফুলপুরের শিশু আরাবীকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী

‘এক পলকে শেখ হাসিনা’ নামক অ্যাপ তৈরি করা ফুলপুর আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্রী আরাবী বিনতে শফিক শিফা। আগামী ১৮ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে সাক্ষাত করার অনুমতি পেল।

বিষয়টি নিশ্চিত করছেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার। তিনি জানান, তৃতীয় শ্রেণির এ শিক্ষার্থীর অ্যাপ তৈরি করার খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের সাথে সাথে ময়মনসিংহ জেলা প্রশাসক আরাবীর খোঁজখবর নেন।

জানা যায়, ফুলপুর উপজেলা কার্যালয়েও আরাবীর সাখে কথা বলেন ইউএনও শীতেষ চন্দ্র সরকার। ১৪ অক্টোবর  আরাবীর সাথে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী ১৮ অক্টোবর ঢাকায় তাঁর মন্ত্রণালয়ে যাওয়ার জন্য বাবা-মা সহ এ শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে আমন্ত্রণ জানান এবং আরাবীর খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে আরাবী ও তার পরিবারের সাক্ষাত হতে পারে। তা ছাড়া গণভবনেও প্রধানমন্ত্রীর সাক্ষাত হতে পারে আরাবীর।

Share this post

scroll to top