ফুলকুঁড়ি আসরের ৪ যুগপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪ যুগপূর্তি উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) নগরীর পথ শিশুদের নিয়ে স্থানয় একটি স্কুলে ফুলকুঁড়ি আসর ময়মনসিংহ মহানগরী শাখার উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ময়মনসিংহ মহানগরী শাখার সহকারী পরিচালক ময়নুল হাসানের ব্যবস্থাপনায় শাখা পরিচালক আকরামুল ইসলামের নেতৃত্বে খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সাবেক অর্থ সম্পাদক আব্দুল গাফফার। সংগঠনের চার যুগপূর্তি উপলক্ষে পালিত এই কর্মসূচিতে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসর ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠার পর থেকে সারাদেশের শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মৌলিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এদিকে সংগঠনের চার যুগপূর্তি উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসর। এরই ধারাবাহিকতায় সারাদেশের শাখাগুলো একযোগে স্বস্ব জেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

Share this post

scroll to top