ফিলিপাইনে লকডাউন অমান্য করলে গুলি করে হত্যার নির্দেশ

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা এক কোটি ছুঁতে চলেছে। এই পরিস্থিতিতে সমগ্র বিশ্বে লকডাউন চলছে। করোনায় আক্রান্ত সন্দেহভাজনদের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে গুলি করে হত্যা করার আদেশ দিতে পারেন বরে জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে।

তিনি বলেছেন, ‘‌আমার মধ্যে কোনো জড়তা নেই। প্রয়োজনে পুলিশ ও সামরিক বাহিনীকে আমি নির্দেশ দেব যে, যারা লকডাউন অমান্য করবে, তাদের যেন গুলি করে হত্যা করা হয়। সবাই নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছে।’‌

ফিলিপাইনের ম্যানিলাসহ বিভিন্ন স্থানে চলছে লকডাউন। অনেককেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তবে রাজধানীর গরিব লোকজন অনেক সময়ই এই নির্দেশ মানছেন না। জীবিকার সন্ধানে তারা বেরিয়ে পড়ছেন।

এখানেই বিরক্ত প্রেসিডেন্ট। তার ক্ষোভ গিয়ে পড়েছে বামপন্থী নাগরিক গোষ্ঠীর উপর। তার দাবি বামপন্থী নাগরিকরাই নির্দেশ অমান্য করছেন। তাই কড়া ভাষায় দুতার্তে বলেছেন, ‘‌বামপন্থীদের বলছি। আপনারা সরকারের উর্ধ্বে নন। তাই বাইরে বেরোবেন না। ঝামেলা তৈরির চেষ্টা করবেন না। করোনা মোকাবিলায় সরকারের পাশে থাকুন।’‌
সূত্র : বিবিসি/আলজাজিরা

Share this post

scroll to top