ফিরিয়ে দাও আমার অরণ্য

দেশে দেশে বাড়ছে মানুষ, সাথে পাল্লা দিয়ে কমছে আবাদি জমি এবং বন-জঙ্গল। এতে প্রকৃতি ধ্বংস করে নগরায়ন হচ্ছে, বিষাক্ত হচ্ছে চারপাশ। প্রকৃতিবান্ধব কবি রবীন্দ্রনাথ ঠাকুর শত বছর আগেও প্রকৃতির এই দৈন্যদশার কথা উপলব্ধি করতে পেরেছিলেন।

তাই তিনি লিখেছিলেন ‘সভ্যতার প্রতি’ ইঙ্গিত করে কবিতা। সেই কবিতা অবলম্বনে ফটো ফিচারটির ক্যাপশন তৈরি করা হলো। প্রতিবাদ করা হলো কবিতার ভাষায়।

লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর

 

হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,

 

দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি

 

গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান,

 

সেই গোচারণ, সেই শান্ত সামগান,

 

নীবারধান্যের মুষ্টি, বল্কলবসন,

 

মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন

 

মহাতত্ত্বগুলি। পাষাণপিঞ্জরে তব

 

নাহি চাহি নিরাপদে রাজভোগ নব—

 

চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার,

 

বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার,

 

পরানে স্পর্শিতে চাই ছিঁড়িয়া বন্ধন

 

অনন্ত এ জগতের হৃদয়স্পন্দন।

Share this post

scroll to top