ফলাফল যাই হোক মেনে নেবেন আতিক

সিটি নির্বাচনের ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছে ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
শনিবার সকাল আটটার কিছু পর উত্তরা মডেল টাউনের নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ভোট দেয়ার পর সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে হার জিত থাকবে। ফল যাই হোক মেনে নেব। যদি আমার প্রতিপক্ষ দল জয়লাভ করে তাহলে আমি তাদের সঙ্গে আমার নয় মাসের অভিজ্ঞতা শেয়ার করব।’

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী বলেন, ‘এখন ফেব্রুয়ারি মাস। শুরুতেই আমি স্মরণ করছি ভাষাসৈনিকদের। আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা ছিল প্রথম ভোটটা দেয়ার। সেটা দিতে পেরেছি। বাসা থেকে হেঁটে কেন্দ্রে এসেছি। পরিবেশ সুন্দর আছে। ইভিএমে ভোট দিয়েছি। পদ্ধতিটা ভালো লেগেছে। কোনো কালি লাগেনি।’

ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আরও বলেন, ‘আমি বিজিএমইএ’র প্রেসিডেন্ট ছিলাম। সেখানে অনেকবার নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে হারজিত আছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। জয় আমাদের হবে ইনশাল্লাহ। নৌকা দিয়েছে উন্নয়ন, ভবিষ্যতেও দেবে।’

আতিকুল বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা হলো নৌকা। যে নৌকা আমাদের দিয়েছে স্বাধীনতা। লাল-সবুজের পতাকা। এই নৌকা প্রতীক নিয়ে আমি ইলেকশন করছি। জনগণ ইনশাল্লাহ নৌকায় ভোট দেবে। বিজয়ী হলে চেষ্টা করব সুন্দর, আধুনিক ঢাকা উপহার দেয়ার জন্য।’

Share this post

scroll to top