প্রাথমিকেও ভার্চুয়াল শিক্ষার দাবি জিএম কাদেরের

বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভার্চুয়াল শিক্ষা চালু হয়েছে। প্রাথমিক স্তর পর্যন্ত এ শিক্ষা পদ্ধতি চালু করা হোক। এতে ভার্চুয়াল শিক্ষার ক্ষেত্রে আমরা এগিয়ে থাকব।’

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘দারিদ্র ও বেকারত্ব বেড়ে যাওয়ায় কর্মসংস্থান এখন সময়ের দাবি। এ সমস্যা সমাধানে বাজেটে খুব একটা দিকনির্দেশনা নেই। আগের বছরগুলোতে বাজেটে যে ধারাবাহিকতা বজায় রাখা হয়েছিল, এবারের বাজেটে সেটা হয়নি। বিভিন্ন ক্ষেত্রে থোক বরাদ্দের কথা বলা হয়েছে। তবে এ থোক বরাদ্দের যথার্থতা নির্ণয়ের জন্য একটি মনিটরিং টিমকে দায়িত্ব দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে এ বাজেট বাস্তবায়ন করা বিরাট চ্যালেঞ্জ। তাই ছয় মাস পর এ বাজেট রিভিউ করলে ভালো হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করবে, দুর্নীতি দমন অভিযান ক্ষতিগ্রস্ত হবে। বিগত বছরেও কালো টাকা সাদা করা হয়েছে। তবে রাজস্ব আয় খুব বেশি হয়নি। করোনা মোকাবিলা করে দেশের অর্থনীতি চাকা সচল রাখতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। বিদ্যুৎ ও পানির বিল বাড়তি নেওয়ার অভিযোগ আছে। এ বিল পুনঃনিরীক্ষা করতে হবে।

Share this post

scroll to top