প্রধানমন্ত্রী দূর্নীতিবাজদের উৎসাহিত করেছেন: প্রিন্স

প্রধানমন্ত্রীর বক্তব্যে দূর্নীতিবাজদের উৎসাহিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দ্বায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর শাবল-হাতুঁড়ি দিয়ে ভেঙ্গে ফেলা হয়েছে এমন বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দূর্নীতিবাজদের উৎসাহিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি প্রশাসনের দূর্নীতিবাজদের সার্টিফিকেট দিয়েছেন। কারণ আবারও তারা প্রশাসনকে খুশি করে অরেকটি ভোটার বিহীন নির্বাচন করতে চায়।

কিন্তু আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে। আর কোন নির্বাচন দলীয় সরকারের অধীনে করতে দেয়া হবে না। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

এ জন্য তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় সংগঠন শক্তিশালী করার আহবান জানান।

রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহের ত্রিশালে স্থানীয় বিএনপির কার্যালয়ে নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা: মাহাবুবুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আখতারুল আলম ফারুক, শুকুর মাহমুদ ববি, ত্রিশালের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন প্রমূখ।

অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন নবগঠিত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জুর ওয়াহেদ নিক্সন, পৌর বিএনপির আহবায়ক গোলাম রব্বানী বাদল।

Share this post

scroll to top