প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার করে হত্যার হুমকি, স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও হত্যার হুমকির অভিযোগে আব্দুল হাই (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানার একটি টিম।

গ্রেপ্তারকৃত আসামী উপজেলার বালিথুবা ইউনিয়নের মূলপাড়া গ্রামের নিলাম বাড়ির হাফেজ আহমেদের ছেলে এবং ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুন) ফেসবুক আইডি ‘ফরিদগঞ্জের মাটি’তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানিকর (কটূক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ারে হত্যার হুমকিসহ স্ট্যাটাস দেন অভিযুক্ত আসামী।

পরে চাঁদপুর পুলিশ সুপারের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক বিষয়টির তদন্ত শুরু করে।

পরে এ ঘটনায় ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত মাহবুবুল বাশার কালু পাটওয়ারীর ছেলে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করে।

এরপর পুলিশ সুপারের নির্দেশনায় ফরিদগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় অভিযান শুরু করে। অবশেষে শনিবার (২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার একটি টিম অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top