প্রতিদিন ধর্ষণের শিকার গড়ে তিনজন, অর্ধেকই শিশু

চলতি বছরের প্রথম নয় মাসে দেশে প্রতিদিন ধর্ষণের শিকার হয়েছেন গড়ে তিন জনেরও বেশি নারী। সংখ্যায় যা হাজার ছুঁই ছুঁই। যাদের অর্ধেকই শিশু। একই সাথে মৃত্যু ও আত্মহত্যার হারও ভয়াবহ। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে শুধু সংঘবদ্ধ ধর্ষণের শিকারই ২০৮ জন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সারাদেশের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেবা নিয়েছেন আড়াই হাজারের বেশি ভুক্তভোগী।

শুধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৬৭৪ জন ধর্ষিতার মধ্যে ৫০ ভাগই শিশু। বর্তমানে চিকিৎসাধীন সাধারণের চেয়ে তিনগুণ বেশি রোগী/ভুক্তভোগী।

Share this post

scroll to top