প্রণব মুখার্জি ও সাহারা খাতুনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এছাড়া ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন ও নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা হয়।

শোক প্রস্তাবে জাতীয় সংসদের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাব উপস্থাপন করেন।

প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রস্তাবে বলা হয়, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে অসামান্য অবদান রাখেন প্রণব মুখার্জি। এজন্য তাকে মুক্তিযুদ্ধ সম্মাননাও দেওয়া হয়। মুক্তিযুদ্ধে ভারত সরকারের স্বীকৃতি আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সংগঠিত ও সমর্থন আদায়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে বিভিন্ন দেশে সফরে পাঠান।

সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রস্তাবে বলা হয়, কেবল রাজপথে নয়, রাজনৈতিক ধরপাকড়ের কঠিন দিনগুলোতে আদালতে একজন আইজীবী হিসেবেও সাহারা খাতুন কর্মীদের সাহায্যে এগিয়ে এসেছেন সবার আগে।

Share this post

scroll to top