প্রক্টরের আশ্বাসে হলে ফিরলেন বাকৃবির আন্দোলনকারী শিক্ষার্থীরা

BAU VC Home

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে বাধা দেওয়া হবে না- প্রক্টরের কাছ থেকে এমন মৌখিক প্রতিশ্রুতি পাওয়ার পর ভিসির বাসভবনের ফটক ছেড়ে হলে ফিরেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে পাঁচ ঘণ্টা ভিসি ও শিক্ষকদের অবরুদ্ধ রাখার পর বুধবার (১৭ জুলাই) রাত সোয়া ৮ টার দিকে ভিসি বাসভবনের প্রধান ফটকের তালা খুলে দেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা।

এর আগে বিকেল ৩ টায় হল ত্যাগের নোটিশ প্রত্যাহার দাবিতে ভিসি বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে তারা। তিন ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করার পরও আন্দোলনকারীদের সামনে ভিসির না আসা ও হল ত্যাগের নোটিশ প্রত্যাহারে দাবি মেনে না নেওয়ায় বিকেল ৬ টার দিকে গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

পরে রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম শিক্ষার্থীদের জানান, হলে থাকতে বাধা নেই। নিরাপত্তাসহ সব সুবিধা দেবে প্রশাসন। এসময় শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেটে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে হলে ফিরে যান।

Share this post

scroll to top