প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মনিরুজ্জামান

গত ১৩ আগস্ট ময়মনসিংহ লাইভ এ “প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা শেরপুরের মাহবুব ময়মনসিংহে গ্রেফতার” শিরোনামে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয় যে, মাহবুবব দীর্ঘ দিন থেকে প্রশ্নপত্র ফাঁস, প্রক্সি ও নিয়োগ জালিয়াতির সাথে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তার সঙ্গে শেরপুরের মোহাম্মদ মনিরুজ্জামান-মনিরসহ আরো একজনের নাম পাওয়া গেছে। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে পুরো চক্রটিকে শনাক্ত করে গ্রেফতার করা হবে। প্রতিবেদনটির তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদকের মাধ্যমে যাছাই বাচাই করে প্রকাশিত হয়। এই সংবাদের প্রেক্ষিতে মনিরুজ্জামান মনির ময়মনসিংহ লাইভ এর কাছে একটি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। জনস্বার্থে ও সংবাদপত্রের নীতি অনুসারে প্রকাশিত সংবাদের অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ লাইভ উক্ত প্রতিবাদপত্রটি প্রকাশ করছে। ব্যক্তির প্রতিবাদপত্র প্রকাশের উদ্দেশ্য এই নয় যে, কাউকে অপরাধী বা কাউকে নিরপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে। নিচে মনিরুজ্জামন মনিরের প্রতিবাদপত্রটি তুলে ধরা হলো-

সবিনয় নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মনিরুজ্জামান গত ১৩০৮/২০২২ খ্রি. আমার নাম জড়িয়ে প্রশ্নপত্র ফাঁস, প্রক্সি পরীক্সা দেয়া, কোটি টাকার নিয়োগ বাণিজ্য করার বিষয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত। আমি উল্লেখিত অনৈতিক ও রাষ্ট্রবিরোধী কাজে জড়িত নই। আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন অডিটর পদে চাকুরী করি। পত্রিকায় প্রকাশিত আমার পদবীও সত্য নয়। আমি উক্ত প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Monir- Sherpur

Share this post

scroll to top