পোড়া স্তূপে শেষ সম্বল খুঁজছে বস্তিবাসী

রাজধানীর কমলাপুরে টিটিপাড়া মেথরপট্টির বস্তিতে আগুনে পুড়ে গেছে দুই শতাধিক ঘর। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সেখানে বসবাসকারীরা। অনেকে পোড়া স্তূপের মধ্য থেকে খুঁজছেন কিছু অবশিষ্ট আছে কিনা।

তারা বলছেন, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে। আগুনে সব হারিয়ে নিঃস্ব তারা।

শনিবার (২৭ জুন) দুপুরে টিটিপাড়া বস্তিতে গিয়ে কথা হয় রাহেলা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘স্বামী সিটি করপোরেশনের সুইপার। আমি অন‌্যের বাসায় কাজ করি। আগুনে সব শেষ হয়ে গেছে। প্রায় ২০ বছরের সংসার জীবনের কিছুই নেই।’

সিপন বেপারী বলেন, ‘আগুনে সবই তো শেষ। ধ্বংস স্তূপের মধ্য থেকে খুঁজছি কিছু অবশিষ্ট আছে কিনা। জীবনতো শুরু করতে হবে।’

ঘর হারানো দুলাল বলেন, ‘দক্ষিণ দিকে একটি কাঠের ঘর ছিলো। সেখান থেকেই আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে’।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৭ জুন) মধ‌্যরাতে একটি কাঠের ঘর থেকে আগুনের সূত্রপাত। প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে পরে তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দোবশীষ বর্ধন বলেন, ‘আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তারপরও অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।’

Share this post

scroll to top