পুলিশের সহযোগীতায় ত্রিশালের রুদ্র বাবা-মাকে ফিরে পেল

Rudro trishalহারিয়ে যাওয়ার ১২ দিন পর পুলিশের উদ্যোগে ফেসবুকের কল্যাণে পরিবারকে খুঁজে পেয়েছে শিশু সাদিকুল ইসলাম রুদ্র। শুক্রবার তাকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রুদ্র ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সুলতান মাহমুদের ছেলে।

৫ এপ্রিল সন্ধ্যায় ঈশ্বরদীর মুলাডুলি রেলওয়ে স্টেশনে কাঁদছিল সাত-আট বছর বয়সী শিশু রুদ্র। পুলিশ তাকে উদ্ধার করে। শিশুটি জানায়, তার বাড়ি ময়মনসিংহ। মায়ের সঙ্গে ঢাকা যাওয়ার সময় ভুল ট্রেনে উঠে সে। এরপর থেকে মাকে খুঁজে পাচ্ছে না। ঈশ্বরদী থানার ওসি ওই শিশুকে থানা হেফাজতে রেখে ঘটনাটি ফেসবুকে প্রচার করে। গত সোমবার ফেসবুকের মাধ্যমে ত্রিশাল থানার একজন কর্মকর্তা শিশুটির নাম-ঠিকানা খুঁজে বের করে ঈশ্বরদী থানার ওসিকে জানান।

ওসি আসাদুজ্জামান জানান, ত্রিশাল থানার মাধ্যমে ঠিকানা নিশ্চিত হয়ে খবর দেওয়া হলে রুদ্রর বাবা-মা ঈশ্বরদী থানায় আসেন। তাদের কাছে রুদ্রকে তুলে দেওয়া হয়।

Share this post

scroll to top