পুরোনো ছন্দে গলিবয় রানা-তাবীব

জুটি বেঁধেই প্রথম হাজির হন গলিবয় রানা ও তবীব মাহমুদ। তারপর একসঙ্গে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দেন তারা।

তবে করোনার সংকট শুরু হওয়ার পর এই জুটির ছন্দপতন ঘটে। কারণ গত তিন মাসে রানাকে ছাড়াই ‘অনুভূতি’, ‘মধ্যবিত্তের লকডাউন’, ‘এই দুর্যোগে যা কর্তব্য’ ও ‘মৃত্যু বন্যায় ভাসে রমজান’ শিরোনামে চারটি গানে কণ্ঠ দেন তবীব। আর এসব গানে তবীবের সঙ্গে হাজির হন একে হাসান নামে এক কণ্ঠশিল্পী।

তখন প্রশ্ন ওঠে তবে এ জুটির ছন্দপতন হলো? পরে তবীব জানান, করোনার কারণে ফরিদপুরে চলে গিয়েছে গলিবয় রানা। আর এজন্য এসব গানে ছিল না সে।

আবারো পুরোনো ছন্দে ফিরেছেন তবীব-গলিবয় রানা। নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তারা। ‘আই কান্ট ব্রেথ’ শিরোনামে গানটির কথা, সুর করেছেন তবীব।

গান প্রসঙ্গে তবীব বলেন—আমাদের নতুন গান ‘আই কান্ট ব্রেথ’ খুব শিগগির মুক্তি পাবে। একবিংশ শতাব্দীতে সবচে সস্তা মানুষের জীবন। প্রেম বিলুপ্তপ্রায় একটি বস্তু। বিশ্বাস জাদুঘরের অহংকার। দম ছোটো হয়ে আসে বেঁচে থাকার অতিরিক্ত লোভে। আমি শ্বাস নিতে পারছি না।

Share this post

scroll to top