পুরুষ অভিভাবক ছাড়াই নারীরা ওমরাহ করতে পারবেন

কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তা হলো একটি দলের অংশ হিসাবে ওমরাহ পালনে যেতে হবে নারীদের।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে। এছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না।

এদিকে দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীদের অভিভাবক ছাড়াই হজ পালনের অনুমতি দেয় সৌদি আরব। সেখানেও একই শর্ত- নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে।

Share this post

scroll to top