‘পুঁচকে’ নেপালের বিপক্ষে আমেরিকার লজ্জার রেকর্ড

প্রায় বছর তিনেক আগে, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি হারারেতে আফগানিস্তানের বিপক্ষে ৮৩ বলে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। আর এবার আমেরিকার ইনিংস শেষ হলো মাত্র ৭২ বলে। এর আগে ২০০৪ সালে হারারেতেই জিম্বাবুয়েকে ৩৫ রানে গুটিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা। এবার সেই রেকর্ডে নাম জুড়ে গেলো আমেরিকার। পুঁচকে নেপালের বিরুদ্ধে ৩৫ রানে শেষ হলো আমেরিকার ইনিংস। ৫০ ওভারের ম্যাচ ২০ ওভারও খেলল না তারা। দুই দল মিলে খেলল মাত্র ১৭.২ ওভার। ৭১ রানে পড়ল ১২ উইকেট।

মঙ্গলবার আইসিসি বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে নেপালের কীর্তিপুরে প্রথমে ব্যাট করতে নামে আমেরিকা। ১২ ওভারে ৩৫ রানে অলআউট হয় তারা। ব্যাট করতে নেমে ৫.২ ওভারেই জয় তুলে নেয় নেপাল।

ফলে আন্তর্জাতিক ওয়ানডেতে সর্বনিম্ন রানের রেকর্ড গড়লো আমেরিকা।

বিশ্বের একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নেপালের স্পিনার সন্দীপ লামিচান দুর্দান্ত বোলিং করেছেন। ৬ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছেন। নেপালের ওয়ানডে ইতিহাসে এটাই কোনো বোলারের এখনও পর্যন্ত সেরা বোলিংয়ের রেকর্ড।

এছাড়া দলটির আরেক স্পিনার সুশান বারি মাত্র ৫ রানে নিয়েছেন ৪টি উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ রানে প্ররথম উইকেট হারিয়েছিল নেপাল। পরশ খাড়কা ১২ বলে ২০ ও দীপেন্দ্র আইরি ১১ বলে ১৫ রান করে দলকে জিতিয়ে দেন।

ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ
১) যুক্তরাষ্ট্র – ৩৫ বনাম নেপাল, ২০২০
২) জিম্বাবুয়ে – ৩৫ বনাম শ্রীলঙ্কা, ২০০৪
৩) কানাডা – ৩৬ বনাম শ্রীলঙ্কা, ২০০৩
৪) জিম্বাবুয়ে – ৩৮ বনাম শ্রীলঙ্কা, ২০০১
৫) শ্রীলঙ্কা – ৪৩ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১২

Share this post

scroll to top