পার্বত্য ৩ জেলায় রেল সংযোগের পরিকল্পনা আছে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের তিন পার্বত্য জেলায় আগামীতে রেল সংযোগ দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) এক লিখিত প্রশ্নে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের জনগণকে স্বল্প খরচে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবহন সেবা দিতে বাংলাদেশ রেলওয়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনকালে দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার নির্দেশ দেন। এ লক্ষ্যে দেশের তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। রেলওয়ের মহাপরিকল্পনায় ২৩০টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত আছে । প্রকল্পসমূহ ৬ টি পর্যায়ে (জুলাই ২০১৬ হতে জুন ২০৪৫ পর্যন্ত) বাস্তবায়ন করা হবে। উক্ত মহাপরিকল্পনার ৪র্থ পর্যায়ে (২০৩১-২০৩৫) দেশের তিন পার্বত্য জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।’

Share this post

scroll to top