পাটকল শ্রমিকদের সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন রাষ্ট্রায়াত্ত পাটকলে গোল্ডেন হ্যান্ডশেক প্রক্রিয়ায় অবসায়নের বিষয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত শ্রমিকদের শান্তিপূর্ণভাবে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

সোমবার (২৯ জুন) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে রাষ্ট্রায়াত্ত পাটকলগুলোর শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা কোনো শ্রমিক ক্ষতিগ্রস্ত হোক তা কখনো চান না। পাটকল শ্রমিকদের কল্যাণ এবং এ শিল্পের উন্নয়নের কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকরা সরকারের এ সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবে মেনে নেবেন এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে আশা করছি।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে অবসায়নের পর মিলগুলো সরকারি নিয়ন্ত্রণে পিপিপি/যৌথ উদ্যোগ/জি টু জি/ লিজ মডেলে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। নতুন মডেলে ফের চালু করা মিলে অবসায়ন করা বর্তমান শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। একইসঙ্গে এসব মিলে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

সভায় শ্রমিক নেতারা ২০১৫ সালের মজুরি কাঠামো বাস্তবায়নের পর বিজেএমসির তিনটি সার্কুলারের বিষয়ে আপত্তি তুললে প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকের ন্যায্য পাওনা আদায়ে শ্রম মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করবে। কোনো শ্রমিক তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হোক সরকার তা চায় না।

সভায় মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক মো, আব্দুস সালাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. ফজলুল হক মন্টু, প্লাটিনাম জুট মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি শাহনাজ শারমিন, পাটকল শ্রমিক নেতা মোহাম্মদ আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top