নয়া পল্টনে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের বিপুল জমায়েত

দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ চলছে। একযোগে দেশের বিভাগীয় শহরগুলোর সঙ্গে মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে বিএনপি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা অংশগ্রহণ করছে। ফকিরাপুল থেকে কাকরাইলের দিকে যাওয়ার উভয় পাশের সড়ক জমায়েতে পরিপূর্ণ। সমাবেশে দুপুর আড়াইটা পর্যন্ত মিছিলে নেতাকর্মীরা এসে যোগ দিচ্ছেন। অংশগ্রহণকারী অনুসারীরা খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশে উপস্থিত হচ্ছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।

রফিকুল আলম মজনু ও আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখছেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারাদেশের বড় অন্তত আটটি শহরে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, সমাবেশ কেন্দ্র করে পল্টন ও আশেপাশের এলাকায় যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

Share this post

scroll to top