নয়া দিগন্তের নান্দাইলের সংবাদদাতার ইন্তেকাল, জানাজায় মুসল্লিদের উপচেপড়া ভিড়

নান্দাইল ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি, নান্দাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএমের সদস্য, দৈনিক নয়া দিগন্তের নান্দাইল সংবাদদাতা ফজলুল হক ভূঁইয়া (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত বুধবার নান্দাইল ডিজিটাল প্রেস ক্লাব থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতিসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটের সময় গাবতলী মাদরাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। পরে তাকে উপজেলার ধুরুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।

জানাজায় বাংলাদেশ ডেভেলাপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল, চন্ডিপাশা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন ভূইয়া, সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু, দৈনিক নয়া দিগন্তের ময়মনসিংহ অফিস ইনচার্জ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন, প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজিসহ বিপুল সংখ্যক মানুষ জানাজায় শরীক হন। এসময় মরহুমের স্মৃতিচারণ করে এবং মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে অনেকেই বক্তব্য রাখেন।

সাংবাদিক ফজলুল হক ভূঁইয়ার ইন্তেকালে নয়া দিগন্ত পরিবার গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএম’র সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নান্দাইল প্রেস ক্লাব, নান্দাইল ডিজিটাল প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Share this post

scroll to top