নেত্রকোনা ট্রাজেডি : ট্রলার ভ্রমণে নিষেধাজ্ঞাসহ তদন্ত কমিটি গঠন

Uchithpurনেত্রকোনার মদন উপজেলায় পর্যটন কেন্দ্র মিনি কক্সবাজার নামে খ্যাত উচিতপুরের হাওরে ঘুরতে এসে ইঞ্জিনচালিত ট্রলারডুবির ঘটনায় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদারকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও উচিতপুরে ট্রলারে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ তালুকদার জানান, ঘটনার পর পর জেলা প্রশাসক মঈনুল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খুবই মর্মান্তিক। মরদেহ নেওয়া ও দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ৭০০০ টাকা করে দেওয়া হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক মঈনুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this post

scroll to top