নেত্রকোনায় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় পণ্য জব্দ

নেত্রকোনায় বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) অভিযানে ২১ লক্ষ ৯৭ হাজার ২০০ টাকার বিপুল পরিমাণ ভারতীয় ওরিও বিস্কুট এবং স্কিন সাইন ক্রিম জব্দ করেছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, ২৬ জানুয়ারি ভোর রাত ৪ টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে অবস্থিত বিওপিতে কর্মরত মো. সামছুর রহমানের নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক মেইন পিলার ১১৭৮ হতে আনুমানিক ০১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ গোবিন্দপুর নামক স্থানে টহল দিচ্ছিলেন। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।

তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। তখন চোরাকাবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির জোয়ানরা ঘটনাস্থল হতে ভারতীয় ওরিও বিস্কুট- ৬১০০ পিস এবং স্কিন সাইন ক্রিম-৫ হাজার ৮৮০ পিস জব্দ করে। জব্দকৃত মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।

Share this post

scroll to top