নেত্রকোনায় বড় ভাইয়ের চোখের সামনে পানিতে তলিয়ে গেলেন ছোট ভাই

নেত্রকোনানেত্রকোণার কলমাকান্দায় নদীতে মাছ ধরার জাল পাততে গিয়ে জামাল মিয়া (২৮) নামে এক যুবক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার আমগড়া এলাকায় মহাদেও নদীতে এই ঘটনা ঘটেছে।

নিখোঁজ জামাল মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের আমগড়া গ্রামের মৃত আলাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, জাল দিয়ে মাছ ধরতে দুই ভাই বাড়ির কাছে মহাদেও নদীতে যান। জালের এক প্রান্ত ধরে জামাল মিয়া নদীর এক পাড় থেকে অপর পাড়ের দিকে যান। ছোট ভাই রুবেল মিয়া (২২) জালের অপর প্রান্ত ধরে এপারেই থাকেন। জাল পেতে ফিরে আসার সময় জামাল মিয়া পানিতে তলিয়ে যান। এ সময় রুবেল মিয়া বড় চিৎকার করতে থাকেন। তার চিৎকারে এগিয়ে এসে এলাকাবাসী নিখোঁজ জামাল মিয়াকে উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

রংছাতি ইউনিয়নের চেয়ারম্যান তাহেরা খাতুন বলেন, ঘটনাস্থলেই রয়েছি। নিখোঁজ যুবককে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের দিকে ছুটে গেছে এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে।

Share this post

scroll to top