নেত্রকোনায় ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নেত্রকোনায় ট্রাক চাপায় আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মারা গেছেন।

এ সময় সঙ্গে থাকা সুমন সরকার (২৬) নামে অপর এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা মাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তা নেত্রকোনা শহরের নাগড়া মীরবাড়ী এলাকার মো. রুহুল আমীনের ছেলে। তিনি নেত্রকোনার মদনপুর শাখায় ক্যাশ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। আহত সুমন সরকার সোনালী ব্যাংকের নেত্রকোনা কার্যালয়ে কর্মরত রয়েছেন।

নেত্রকোনা মডেল থানার এসআই মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ব্যাংক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও সুমন সরকার রোববার রাত ৮টার দিকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ঝাউসী এলাকা থেকে শহরে ফিরছিলেন। নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পারলা মাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে আবু বক্কর সিদ্দিক সড়কে পড়ে যান। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সুমন সরকার মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ আরো জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।

Share this post

scroll to top