নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি: জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্য বিষয়কেসামনে রেখে নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস নানা কর্মসূচীতে পালিত হয়েছে ।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নেত্রকোনা সার্কেলের আয়োজনে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) মোঃ আল আমিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার, জেলা বিআরটিএ এর উপ-পরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা ট্রাফিক ইন্সেপেক্টর আবু নাসের মোহাম্মদ জহির,মাহাবুব সহ আরো অনেকে।

র‌্যালীটি চলাকালীন সময়ে রাস্তায় চলাচলকারী যানবাহনে সতর্কীকরণ ষ্টিকার,লিফলেট, হেলমেট ব্যবহার কারীকে একটি করে রজনীগন্ধা স্টিক বিতরণ করা হয়।

Share this post

scroll to top