নেত্রকোনায় ইউএনও অফিসের সহকারীর সাত বছরের জেল

দুর্নীতি মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আতিকুল ইসলাম খানকে সাত বছরের সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল প্রদানের রায় দিয়েছেন আদালত।

রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন ময়মনসিংহ জেলা জজ আদালতের বিশেষ বিচারক সাবেরা সুলতানা খানম। বিষয়টি নিশ্চিত করেছেন রাস্ট্রপক্ষের আইনজীবী কাজী শফিকুল হাসান। তবে রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি আতিকুল ইসলাম খান পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার নামে আসামি মো. আতিকুল ইসলাম খান সোনালী ব্যাংক থেকে সাতটি চেকের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে পঁচিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় ২০১৭ সালে দুদক বাদী হয়ে পূর্বধলা থানায় একজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ গত ২৪শে মার্চ ২০১৯ ইং তারিখে আদালতে অভিযোগ পত্র দায়ের করলে দীর্ঘ শুনানি ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে দূর্নীতি প্রতিরোধ আইনের ৪০৯ ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামির বিরুদ্ধে রায় হয়। এর আগে ২০১৭ সালের ১৩ জুলাই এই মামলায় আতিকুল ইসলাম খানকে আটক করে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।

Share this post

scroll to top