নেত্রকোনায় অকারণে থেমে নেই মানুষের চলাচল

লকডাউনের প্রথম দিনে বুধবার সকাল থেকেই নেত্রকোনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও কারণে-অকারণে থেমে নেই মানুষের চলাচল। নানা অযুহাতে বের হয়েছে সাধারণ মানুষ। বাজার এলাকা ছাড়াও শহরের ছোটবাজার থেকে মোক্তারপাড়া পর্যন্ত মানুষের পদচারনা রয়েছে চোখে পড়ার মতো। থেমে নেই পুলিশ বাহিনীও। তারাও পথ আটকাচ্ছেন সতর্ক করছেন।

আবার অনেকইে হাসপাতাল অথবা বাজারের কথা বলেও শহর ঘুরেছেন। পুলিশ বলছেন, একদম অসর্তক মানুষ। অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে অযথা হয়রানি করছেন। কোন কারণ ছাড়াই তারা পথে আসছেন। তবে বন্ধ রয়েছে দোকানপাট।

এদিকে হাসপাতালের কথা বলে নানা অযুহাতে বাইরে ঘুরাফেরাকারীদের জিজ্ঞাসা করলে তারা জানান, ঘরের কাজেই তারা বাইরে। সারাক্ষণ ঘরে থাকা যায় না। এদিকে শ্রমিকদের মুখে মাস্ক না থাকার বিষয়টি জানতে চাইলে তাদের দাবি অতি গরমে দম বন্ধ হয়ে আসে। তাই তারা মাস্ক পড়তে পারছেন না।

নেত্রকোনা পুলিশ সুপার মো.আকবর আলী মুনসী জানান, মডেল থানার ওসিসহ ট্রাফিক পুলিশ শহর জুড়ে নিরলস কাজ করছেন। জিরো টলারেন্সে তারা তৎপর। মানুষকে সচেতন করার পাশাপাশি সতর্ক করে দেয়া হচ্ছে। যারা একেবারেই মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Share this post

scroll to top