নেত্রকোনায় ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে কলমাকান্দার গোমাই নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ৫ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। তারা হলেন, হামিদা (৫০), মজিদা বেগম (৫০), সুলতানা বেগম (৪০), লুৎফুর নাহার (২৫), লাকী আক্তার (৩০), অনিক (৫), টুম্পা (৪), মোজাহিদুল ইসলাম (৩), জাহিদ মিয়া (২) ও মো. রাকিবুল হাছান (২)।

স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। এছাড়াও আরও দু’জন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, রতন মিয়া (৩৫) ও মনিরা আক্তার (৫)।
স্থানীয়রা জানান, সুনামগঞ্জের মধ্যনগর এলাকা থেকে একটি যাত্রীবাহী ট্রলার নেত্রকোনার কলমাকান্দায় যাওয়ার সময়ে বালুবাহী একটি ট্রলারকে পাশ কাটিয়ে যাওয়ার সময়ে সংঘর্ষ বাঁধে। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ফলে এই দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় প্রশাসনসহ জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময়ে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, দুর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় নিহতদের পরিবারকে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান ও সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ যৌথভাবে নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার করে অর্থ প্রদান করেন।

Share this post

scroll to top