নেত্রকোণার হাওরে ট্রলার ডুবির ঘটনায় ময়মনসিংহের ১৭ জনের লাশ উদ্ধার

নেত্রকোনানেত্রকোণার মদন উপজেলায় পর্যটনকেন্দ্র ‘মিনি কক্সবাজার’ খ্যাত উচিতপুরের হাওরে ট্রলার ডুবে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরো চার জন। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওর গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহতারা সবাই এখানে ঘুরতে এসেছিল বলে জানা গেছে।

নিহত ১৫ জনের মধ্যে লুবনা আক্তার (১০) ও জুলফা আক্তার (৭) নামে দুই বোনের নাম জানা গেছে। তারা ময়মনসিংহের চরসিরতা ইউনিয়নের ওয়ারেছ উদ্দিনের মেয়ে। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, বুধবার সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরসিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। পরে হাওরের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, মদন হাওরে নৌকাডুবিতে ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। চার জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে। ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Share this post

scroll to top