নির্ভয়ার ৪ ধর্ষকের ফাঁসি ২২ জানুয়ারি

ভারতে নির্ভয়া কাণ্ডে চার ধর্ষক ও খুনির মৃত্যু পরোয়ানা জারি করেছে পাতিয়ালা হাউস কোর্ট। আগামী ২২ জানুয়ারি চার ধর্ষকের ফাঁসি হবে বলে জানিয়েছে আদালত। সকাল সাতটায় এদের ফাঁসি দেয়া হবে।

নির্ভয়া কাণ্ডের এই চার ধর্ষক ও খুনি হল বিনয় শর্মা, মুকেশ সিং, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুর সিং। তবে আগামী ১৪ দিনের মধ্যে উচ্চতর আদালতে আইনি সাহায্য এরা নিতে পারবে। গত মাসেই অক্ষয় সিংয়ের রিভিউ পিটিশন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

২০১২ সালে দিল্লিতে একটি চলন্ত বাসের ভেতরে ভয়ানক অত্যাচার করে গণধর্ষণ করা হয় মেডিক্যালের এক ছাত্রীকে। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান ওই ছাত্রী। এই ঘটনা দেশজুড়ে প্রবল বিক্ষোভের সৃষ্টি করে। অবশেষে এদের মৃত্যুদণ্ডের দিন ঘোষণা করা হলো।

রায় ঘোষণার পর নির্ভয়ার মা আশা দেবি তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এ রায়ে আমার মেয়ে ন্যায়বিচার পেয়েছে। চার ধর্ষকের ফাঁসির মাধ্যমে দেশের নারীদের ক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া এর মাধ্যমে বিচার বিভাগের প্রতি দেশের মানুষের বিশ্বাস বাড়বে।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Share this post

scroll to top