নিজের নামটাই তার চলার পথে বিরাট এক বিষকাঁটা!

বলা হয়- ‘নামে কী আসে যায়, কর্মই মুখ্য।’ এই প্রবচনটি সাবেক পাকিস্তানি কূটনীতিক আকবর জেবের বেলায় খাটেনি। ৬৬ বছর বয়সী আকবর জেব ২০১৪ সালে কানাডায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে অবসরে যান। চাকরিজীবনের বিভিন্ন সময় রাষ্ট্রদূত ছিলেন যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ছিলেন কানাডায় পাকিস্তানের হাইকমিশনার এবং এবং দায়িত্ব পালন করেছিলেন পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও। একবার তাকে সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত পদে মনোনীত করা হয়েছিল। কিন্তু সেখানে তার নিয়োগ শেষ পর্যন্ত আটকে যায়। ‘আরব টাইমস’র মতে, আকবর জেবকে সৌদি আরব গ্রহণ করনি। সমস্যা হচ্ছে তার নাম। আরবি ভাষায় ‘আকবর জেব’ মানে ‘বৃহত্তম পুরুষাঙ্গ’ ইংরেজিতে যাকে বলা হয় ‘মেইল রিপ্রডাকটিভ বিগেস্ট অর্গান।’ নিজের নামটাই আকবর জেবের চলার পথে বিরাট এক বিষকাঁটা হয়ে ওঠা এ প্রথম নয়। নামের আরবি অনুবাদ দেখে তাকে কূটনীতিক হিসেবে প্রথম প্রত্যাখ্যান করে সংযুক্ত আরব আমিরাত- এরপর প্রত্যাখ্যান করে বাহরাইন।

Share this post

scroll to top