নিজের তিন ছেলেকে যুদ্ধে পাঠানোর ঘোষণা রমজান কাদিরভের

রাশিয়ার চেচনিয়ার নেতা রমজান কাদিরভ সোমবার জানিয়েছেন, তার ১৪, ১৫ এবং ১৬ বছর বয়সী তিন কিশোর ছেলেকে যুদ্ধের সম্মুখভাগে পাঠাতে যাচ্ছেন তিনি।

নিজ ছেলেদের যুদ্ধে পাঠানোর ব্যাপারে প্রেসিডেন্ট পুতিনের আস্থাভাজন এ নেতা টেলিগ্রামে লিখেছেন, সত্যিকারের যুদ্ধে নিজেদের প্রমাণ করার এটিই আসল সময়। আমি এই ইচ্ছাকে শুধুমাত্র স্বাগত জানাতে পারি।

টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন কাদিরভ। সেই ভিডিওতে দেখা যায় তার ছেলেরা একটি শুটিং রেঞ্জে মিসাইল ছোড়ার প্রশিক্ষণ নিচ্ছে।

চেচনিয়ার এ নেতা টেলিগ্রামে আরও লিখেছেন, তারা দ্রুতই সম্মুখভাগে যাবে এবং যুদ্ধের সবচেয়ে কঠিন অংশে থাকবে।

তিনি আরও বলেছেন, তার তিন ছেলে ১৬ বছর বয়সী আখমত, ১৫ বছর বয়সী আলী এবং ১৪ বছর বয়সী আদম অনেক আগে থেকেই যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে। অনেকটা তাদের জীবনের শুরু থেকেই।

রমজান কাদিরভ শেষে জোর গলায় বলেন, তিনি মজা করছেন না।

সূত্র: আল জাজিরা

Share this post

scroll to top