নাসিব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি পদ থেকে আ: হামিদ’কে বহিস্কার

Nasibবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি পদ থেকে মো: আব্দুল হামিদ’কে নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নাসিব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি পদে থাকাকালীন মো: আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে নাসিবের সদস্যভুক্ত নারী উদ্যোক্তাদের নিকট থেকে এসএমই লোন দেওয়ার নাম করে অবৈধ অর্থ গ্রহণ,চাকরি দেয়া ও বিদেশে বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাগণকে স্টল বরাদ্দ দেওয়ার নামে উৎকোচ গ্রহণ, আলাদা সমিতি গঠনের নামে নারী উদ্যোক্তাদের নিকট ২০ হাজার করে টাকা গ্রহণ করে আত্মসাৎ, নাসিব সদস্যদের কাছ থেকে স্বাক্ষরসম্বলিত ব্ল্যাংক চেক গ্রহণ, ছলচাতুরী করে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্প নিয়ে নাসিব সদস্যদের হয়রানি করা,নাসিবের উদ্যোগে মেলার নামে বিপুল পরিমাণ অর্থ লুটপাট,নাসিবের নারী উদ্যোক্তাদের শ্লীলতাহানির চেষ্টা ও সংগঠনের শৃঙ্খলাভঙ্গ সহ ব্যাপক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে মো: আব্দুল হামিদকে নাসিব ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহিস্কার করে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি(নাসিব) কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা নূরুল গণি শোভন সিআইপি জানান, সংগঠনের শৃঙ্খলাভঙ্গ,বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও প্রতারণামূলকভাবে নারী উদ্যোক্তাদের নিকট থেকে ব্ল্যাংক চেক-স্ট্যাম্প গ্রহণ করা সহ ব্যাপক অনিয়মের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে তাকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

উল্লেখ্য,নাসিবের ভারপ্রাপ্ত সচিব মাহমুদুর রিফাত খান স্বাক্ষরিত নাসিব/প্রকা/সাংগঠনিক/ঘ-০২/২০/৭৫ স্মারকমূলে মো: অাব্দুল হামিদকে ময়মনসিংহ জেলা শাখার সভাপতি পদ সহ নাসিবের সকল প্রকার পদ-পদবী থেকে বহিস্কার করা হয় এবং বিসিক শিল্প নগরী ময়মনসিংহের মেসার্স ম্যানিম্যাক্স এন্টারপ্রাইজের সত্বাধিকারী ও নাসিব ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মো: নূরুল আলম কে নাসিব ময়মনসিংহ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

Share this post

scroll to top