নাশকতার মামলায় আদালতে হাজিরা দিলেন মির্জা ফখরুল

নাশকতার মামলায় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকাল ১০টায় সিএমএম কোর্টে হাজির হন বিএনপি মহাসচিব। এর পরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হেসেনের আদালতে তিনি হাজিরা দেন। মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বলেন, ‘এ মামলায় এক আসামির মৃত্যু হওয়ায় সে প্রতিবেদন আদালতে না আসায় শুনানি হয়নি। তবে, বিএনপির মহাসচিব হাজিরা দিয়েছেন।’

নথি থেকে জানা গেছে, ২০১২ সালে রাজধানীর কাকরাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগে বিএনপির মহাসচিবসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার পরে মির্জা ফখরুল, রুহুল কবির রিজভীসহ নয় জনের বিরুদ্ধে ২০১৭ সালে সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে পল্টন থানা পুলিশ।

Share this post

scroll to top