নান্দাইলে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা : স্বাস্থ্যবিধি মানছে না কেউ

coronaময়মনসিংহের নান্দাইল উপজেলায় লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারন মানুষ মানছে না স্বাস্থ্যবিধি। গত দুদিনে ১২ জন  করোনায়  আক্রান্ত হয়েছে বলে  নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মদ নাসের।

তিনি জানান, দুই  বারে ৪৭ টি নমুনার প্রকাশিত ফলাফলে ১২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

আক্রান্তদের মধ্যে  ৭ জন পুরুষ ৫জন নারী  রয়েছেন। তাদের মধ্যে নান্দাইল মডেল থানার একজন এসআই সহ দুইজন পুলিশ সদস্য রয়েছেন। একজন স্বাস্থ্য সহকারী রয়েছেন। তার বাড়ি উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে।

আক্রান্তদের মধ্যে  ৭ জনের বাসা নান্দাইল পৌরসদরের বিভিন্ন মহল্লায়। দুইজন আক্রান্ত রোগীর  বাড়ি চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে। একজনের বয়স বিশ বছরের নিচে, বাকীদের বয়স ৩০-৫০ বছরের মধ্যে।

নান্দাইল উপজেলা থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯০ জনের, ফলাফল এসেছে ৩৪২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩১ জন। সুস্থ হয়েছে ৮ জন।  বাকীরা হোম আইসোলোশনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Share this post

scroll to top