নান্দাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতের জরিমানা

নান্দাইলময়মনসিংহের নান্দাইল উপজেলায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্রয়-বিক্রয় কার্যক্রম মনিটরিংকালে বিভিন্ন ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা আক্তার।

এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণও মনিটরিং করেন তিনি। রোববার ২৬ মার্চ নান্দাইল চৌরাস্তায় বারুইগ্রাম কাঁচাবাজার ও আড়তে  দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন ও প্রয়োজনীয় ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে  মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ১৬ জন দোকানি  ও আড়তদারকে ভ্রাম্যমাণ আদালতে ২৯০০০ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নান্দাইল মডেল থানার এসআই আঃ হামিদ সহ সঙ্গীয় ফোর্সগণ উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top