নান্দাইলে দুই ভুয়া চিকিৎসকের জেল

নান্দাইলে দুই ভুয়া চিকিৎসকের জেলময়মনসিংহের নান্দাইলে দুই ভুয়া চিকিৎসককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমণ আদালত। রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন। পরে পুলিশ তাঁদের কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে ওই গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামে অপরিচিত ৪/৫ জন ব্যক্তি নিজেদের আয়ুর্বেদিক নিবন্ধনকৃত চিকিৎসক পরিচয় দিয়ে অটিস্টিক শিশুদের খোঁজে বের করে বিভিন্ন পন্থায় চিকিৎসা দিয়ে আসছিলেন। এ অবস্থায় ওই সব শিশুদের পরিবারদের ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা আদায় করে।

ঘটনাটি ব্যাপক আলোচিত হলে এলাকার লোকজন আজ রবিবার মাসুদ রানা (৪২) ও হাসিবুল হাসানকে (৩৩) ধরে পুলিশে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে ভুয়া দুই চিকিসককে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা প্রদান করেন।

জানা গেছে, ওই চিকিৎসকদের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার সিংড়া গ্রামে। এদের মধ্যে ফোরকান আলীর ছেলে মাসুদ রানা ও মকবুল হোসেনের ছেলে হাসিবুল হাসান।

Share this post

scroll to top