নান্দাইলে অগ্নিকাণ্ডে ৪টি ঘরসহ গবাদি পশু পুড়ে ছাই

আগুনময়মনসিংহের  নান্দাইল উপজেলার খারুয়া গ্রামে বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে দুইজনের ৪টি ঘরসহ ২টি গবাদি পশু ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। এতে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা ধারণা করছেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন খুররম ও খোকন মিয়া। খুররমের গোয়াল ঘরে জলন্ত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, এই অগ্নিকাণ্ডে খুররমের বসতঘর সহ ২টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। খোকন় মিয়ার একটি ঘর পুড়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার সকালে নান্দাইল উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম সুজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসনাত ভূইয়া মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share this post

scroll to top