নাইজারে ফের বন্দুকধারীদের গুলিতে ১৫ সেনা নিহত

নাইজারে ফের অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দেশটির ১৫ সেনা নিহত এবং চার জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তিলাবেরিতে সেনাবাহিনীর একটি পোস্টে অজ্ঞাত বন্দুকধারীরা মঙ্গলবার হামলা চালালে হতাহতের এ ঘটনা ঘটে। বুধবার নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ খবর নিশ্চিত করেছেন বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত শনিবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে মালি সীমান্তের সাহুয়া এলাকায় একটি সেনা টহল দলের ওপর আকস্মিকভাবে বন্দুকধারীরা গুলি চালালে দেশটির ১৬ সেনা নিহত এবং ছয়জন আহত হয়।

বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সৈন্যরা জঙ্গিবিরোধী বিশেষ অভিযান ‘আলমাহাউ’ এর অংশ ছিল। মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ‘সন্ত্রাসী’ বলে বর্ণনা করা হয়েছে বিবৃতিতে।

Share this post

scroll to top