নর্থ মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি আটক

নর্থ মেসিডোনিয়ায় গ্রিসের সীমান্তবর্তী হাইওয়েতে একটি ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি অভিবাসীকে পাওয়া গেছে।

তাদের সবাইকে আটক করা হয়েছে বলেছে পুলিশ। মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

দেশের দক্ষিণ-পূর্বের শহর স্ট্রুমিকার কাছে নিয়মিত টহলের সময় সোমবার শেষ রাতের দিকে ট্রাকে পাওয়া যায় ওই অভিবাসীদের। ট্রাক চালককে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার পুলিশ বিবৃতিতে অভিবাসীদের সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য জানায়নি।

অভিবাসীদের আটক করে সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে, তাদের গ্রিসে প্রত্যার্পণ করা হবে।

সাবেক যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে তথাকথিত ‘বলকান অভিবাসন রুট’ ২০১৫ সাল থেকে বন্ধ এবং করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের শুরু থেকে গ্রিসের সঙ্গে নর্থ মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ। কিন্তু তারপরও সীমান্ত এলাকায় মানবপাচারকারী গ্রুপ সক্রিয় আছে বলছে পুলিশ।

Share this post

scroll to top